ক্লাসিক্যাল এন্টাঙ্গেলমেন্ট


কলকাতার সকাল। একটি ফাঁকা ঘরে কাকাবাবু একা ক্রাচ হাতে দাঁড়িয়ে। সামনে দুটি টেবিল। একটি টেবিলের উপর রাখা দুটি বাক্স ও দুটি রঙিন বল। বাক্স দুটি একেবারে অবিকল যাকে বলে আইডেন্টিকাল। দুটি বল একই ওজনের হলেও একটি লাল, অন্যটি নীল। অন্য টেবিলটি এখনও খালি। কাকাবাবু একটি বল এক বাক্সে, অন্য বল অন্য বাক্সে রাখলেন। এরপর বাক্স দুটি বন্ধ করে উলটো দিকে ঘুরে দাঁড়ালেন। একটু পরেই সন্তু এলো। বন্ধ দুটি বাক্সের একটি ওই দ্বিতীয় টেবিলে রাখলো। অন্যটি নিয়ে নিঃশব্দে ঘরের বাইরে বেরিয়ে এসে সোজা ইজিপ্টের ফ্লাইট ধরতে এয়ারপোর্ট পৌঁছলো। এসবই হলো কাকাবাবুর অগোচরে, উনি অন্য দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে। সন্ধ্যে বেলা।


কাকাবাবু কলকাতার বাসায়। সন্তু কায়েরোর হোটেলে। দুজনের সামনে রাখা নিজের নিজের বন্ধ বাক্স। দুজনেরই ভাবনাতেই দুটি প্রশ্ন - দুটি অনিশ্চিয়তা। ১. দুজনেই অনিশ্চিত তাদের নিজের বাক্সে কি আছে। লাল বল না কি নীল। ২. দুজনেই অনিশ্চিত অন্যের বাক্সে কি আছে। লাল না কি নীল বল। দুজনেই জানে না কার কাছে কোন বল আছে। কিন্তু একটি ব্যাপারে দুজনেই নিশ্চিত তাদের নিজের কাছে যে রঙের বল আছে (লাল বা নীল) অন্যের কাছে আছে অন্যটি (নীল বা লাল)। কাকাবাবু বা সন্তু কেউ একজন তার নিজের বাক্স খুলে ফেললেই জেনে নিতে পারবে হাজার মাইল দূরে রাখা অন্য বন্ধ বাক্সে আছে কোন রঙের বল। এককথায় - দুই বা তার বেশি পার্টিকেল - যারা একে অন্যের থেকে অনেক দূরে এবং সঙ্গে নিয়ে আছে কিছু অনিশ্চয়তা। কিন্তু একটি পার্টিকেল থেকে তার অনিশ্চিয়তার পর্দা সরিয়ে নিলেই যদি অন্য পার্টিকেলের (বা পার্টিকেলগুলির) অজানা ব্যাপারটা জানা হয়ে যায় তাহলে আমরা বলব পার্টিকেল দুটি (বা পার্টিকেলগুলি) এন্টাঙ্গেল্ড।

এটা ক্লাসিক্যাল এন্টাঙ্গেলমেন্ট।

Popular Posts